
Raja
Raja
পরিচিতি
সাইপারমেথ্রিন হচ্ছে কৃষিক্ষেত্রে একটি আদর্শ কীটনাশক। এটি স্পর্শক এবং পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক যা কৃষিক্ষেত্র এবং বাসা-বাড়ির পোকামাকড় দমনে বিশ্বব্যাপি ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও এটি গবাদি পশু-পাখি চিকিৎসায়ও ব্যবহার করা হয়। এর প্রতি লিটারে ১০ গ্রাম সাইপারমেথ্রিন থাকায় একে ‘সাইপারমেথ্রিন ১০ ইসি" বলা হয়ে থাকে।
কৃষিক্ষেত্রে এটিকে একটি আদর্শ কীটনাশক বলা হয় কারণ প্রায় সকল ধরনের গাছে এটি প্রয়োগ করা যায় এবং প্রায় সকল ধরনের পোকার জন্য এটি দ্রুত ও ভালো কাজ করে।
কীভাবে কাজ করে?
সাইপারমেথ্রিন নিউরোটক্সিক হিসেবে কাজ করে। এটি সরাসরি পোকামাকড় বা কীট- পতঙ্গের গায়ে পড়লে তা মারা যায় এবং প্রয়োগকৃত গাছের পাতা, ফুল-ফল, ডগা খেলেও পোকা মারা যায়। এটি স্নায়ুকোষ, নিউরন,টিস্যু এবং বিশেষভাবে স্নায়ুতন্ত্রের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার ফলে এর বিষাক্ততায় হাটা-চলা, দেখা-শোনা, স্বাদ নেয়া, খাদ্য গ্রহণ ইত্যাদি নার্ভ সিস্টেম এর সকল কার্যক্রম বন্ধ হয়ে প্যারালাইসিস হয়ে মৃত্যু হয়।
ব্যবহারবিধি
বিভিন্ন ধরনের পোকামাকড় দমনে এটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন: ফলের মাছি পোকা দমনে (লাউ, করলা, শসা, ঝিঙা ইত্যাদি সকল প্রকার কুমড়াজাতীয় ফল)
এছাড়া আম লিচু, পেয়ারা সহ বহু ধরনের ফলের একটি আতঙ্কের নাম হচ্ছে ফলের মাছি পোকা। যা দমনে সাইপারমেথ্রিন ১০ ইসি ব্যবহার করা হয়ে থাকে।
বিটল পোকা দমনে সাইপারমেথ্রিন কুমড়াজাতীয় গাছের রেড পামকিন বিটল দমনে ভালো কাজ করে। জাবপোকা দমনে সাইপারমেথ্রিন স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় জাবপোকা দমনে কাজ করে।আমের হপার দমনে সাইপারমেথ্রিন আম গাছের হপার দমনেও এটি বহুল ব্যবহার হয়ে থাকে।
কুমড়াজাতীয় গাছের কচি পাতায় অনেক সময় ছোট মশা জাতীয় পোকা দেখা যায়। এরা কচি পাতার রস খেয়ে বাচে, আক্রান্ত পাতা বড় হলে ছিদ্র হয়ে যায়। এগুলো দমনেও এটি বেশ কাজে দেয়। এছাড়াও বিছা পোকা, লেদা পোকা, গান্ধি পোকা সহ জানা-অজানা বহু পোকা দমনে এটি কাজ করে।
ব্যবহারের মাত্রা
সারের সাথে মিশিয়ে বিঘাপ্রতি ১০০-১৫০ মিলি প্রয়োগ করলেই প্রায় সকল ধরনের পোকা মারা যায়। পুকুরে পানিতে বাস করা বিভিন্ন পোকা দমনে স্বল্পমাত্রায় দারুণ কার্যকরী। মাছের উকুন মহামারি পর্যায়ে চলে গেলে এবামেকটিনের সাথে এটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। তবে মাত্রা বেশি হয়ে গেলে মাছের জন্য এটি ক্ষতিকর প্রভাব ফেলবে। মাছ মারাও যেতে পারে।
সবজি অথবা লতা জাতীয় গাছ, যেগুলোর পাতা নরম, দ্রুত বর্ধনশীল, এ জাতীয় গাছে সাইপারমেথ্রিন ১০ ইসি সাধারণত ১ মিলি/লিটার হারে প্রয়োগ করা হয়ে থাকে। আর যে সকল ফল গাছ, ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলের পাতা মোটা, শক্ত সহনশীল সেগুলোতে সর্বেচ্চো দেড় থেকে ২ মিলি লিটার পর্যন্ত প্রয়োগ করা যায়।
সতর্কতা
অন্যান্য সাধারণ কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। তবে এর সাথে একাধিক কীটনাশক ব্যবহার করতে চাইলে প্রথমে সাইপারমেথ্রিন পানিতে গুলিয়ে নিয়ে পরে অন্যগুলো মেশালে উত্তম হবে। বিষাক্ততা সাইপারমেগ্রিন মানুষের জন্য মাঝারি ধরনের বিষাক্ত। তবে মৌমাছি, কীট-পতঙ্গ এবং অমেরুদন্ডী প্রাণীদের জন্য বেশি বিষাক্ত।
সাইপারমেথ্রিন প্রয়োগে অপকারী এবং উপকারী উভয় ধরনের পোকাই মারা যায়। তাই ধান সহ কিছু কিছু নির্দিষ্ট ফসলে এটি ব্যবহারে অনুৎসাহ দেয়া হয়ে থাকে। সচেতনতার সাথে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে।
Raja
Overview
Cypermethrin is a widely used insecticide in agriculture and household pest control. Known for its contact and stomach action, it effectively eliminates various pests. Additionally, it is utilized in veterinary practices for treating livestock. The product, labeled as "Cypermethrin 10EC," contains 10 grams of Cypermethrin per liter.
This insecticide is ideal for agricultural use because it can be applied to almost all types of crops and effectively targets a broad spectrum of pests.
How Does Cypermethrin Work?
Cypermethrin acts as a neurotoxin, directly affecting insects upon contact or ingestion. It disrupts the nervous system by interfering with neural activity, tissues, and neurons. This results in paralysis and ultimately death as the insects lose their ability to move, feed, and function.
Common Applications
Cypermethrin is used to control various pests across multiple crops:
-
Fruit Flies
-
Effective against fruit flies on gourd crops such as bottle gourd, bitter gourd, cucumber, and ridge gourd.
-
Also used for controlling fruit flies in mangoes, lychees, and guavas.
-
Beetles
-
Works well against red pumpkin beetles in gourd crops.
-
Aphids
-
Due to its contact action, Cypermethrin is highly effective against aphids.
-
Mango Hoppers
-
Commonly used to control hoppers in mango trees.
-
Other Pests
-
Targets small mosquito-like insects feeding on tender leaves of gourd plants, which can cause perforation as the leaves grow.
-
Also effective against pests like stink bugs, caterpillars, and other unknown or less common pests.
Dosage and Application
-
General Use: Mix 100–150 mL per acre with fertilizer to eliminate most pests.
-
Aquatic Pests: Cypermethrin can control water-dwelling pests in small amounts, but excessive use can harm fish. Combining it with abamectin in severe lice outbreaks provides better results.
-
Vegetable and Soft-Stemmed Crops: Apply at a rate of 1 mL per liter of water.
-
Hard-Stemmed Crops: For crops like fruits, rice, wheat, and corn, use up to 1.5–2 mL per liter of water.
Precautions
-
Cypermethrin can be mixed with other insecticides, but it is recommended to first dissolve Cypermethrin in water before adding other chemicals.
-
While moderately toxic to humans, it is highly toxic to bees, insects, and invertebrates.
-
Both harmful and beneficial insects may be affected, making their use of specific crops like rice discouraged.
Usage Tip: Always adhere to recommended doses to avoid harmful effects on non-target organisms, such as fish and beneficial insects.
By responsibly applying Cypermethrin 10EC, you can effectively control pests and protect your crops while minimizing environmental impact.